রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

 

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ


ঢাকা: ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীম ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচএম সানজীদ সিদ্দিকী। তিনিই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটটি আদালতে দায়ের করেন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোমিন আলী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ইএস/এইচএ/

Post a Comment

Previous Post Next Post